• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

হাজার কণ্ঠে বঙ্গবন্ধুর ভাষণ ও জাতীয় সংগীত 


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৭, ২০২২, ০২:০৩ পিএম
হাজার কণ্ঠে বঙ্গবন্ধুর ভাষণ ও জাতীয় সংগীত 

নড়াইলে ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে হাজার কণ্ঠে বঙ্গবন্ধুর ভাষণ ও জাতীয় সংগীত গাওয়া হয়েছে। 

সোমবার (৭ মার্চ) বেলা ১১টায় নড়াইল ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন স্কুলের কয়েক হাজার ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে জেলা সাংস্কৃতিক জোট এই অনুষ্ঠানের আয়োজন করে। 
ঘণ্টাব্যাপি অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, বীর মুক্তিযোদ্ধা তবিবুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Link copied!